মাইকেল হানেকের ফানি গেমস্: অবিনির্মাণের চলচ্চিত্রায়ণ

ফানি গেমস্ (১৯৯৭) ছবির ব্যাপারটা আপাতভাবে খুবই সরল — পরিপাটি স্ত্রী-স্বামী-পুত্রের এক সংসারে হঠাৎই প্রবেশ করে পল আর পিটার নামক দুই অজ্ঞাতকুলশীল যুবক। তারা ঘরে প্রবেশ করে ডিম চাওয়ার ছুতোয়। পাশের বাড়ি থেকে ডিম চাওয়ার স্বাভাবিক দৈনন্দিনতা হঠাৎই পরিণত হয় অস্বাভাবিক এক নিয়মহীন খেলায়। আমাদের মনে পড়তে পারে আলফ্রেড হিচককের রেয়ার উইণ্ডো (১৯৫৪) ছবিটির কথা প্রসঙ্গক্রমে — আমার পাশের বাড়িতেই কীভাবে এক খুনির আবির্ভাব হয় … Continue reading মাইকেল হানেকের ফানি গেমস্: অবিনির্মাণের চলচ্চিত্রায়ণ