চলচ্চিত্রকার যুধাজিৎ বসুর সঙ্গে আড্ডায় লাবণ্য

কাউন্টার শট পডকাস্ট সিরিজের প্রথম পর্বে থাকছে আমাদের সহসম্পাদক লাবণ্য দে-র সঙ্গে তরুণ পরিচালক যুধাজিৎ বসুর কথোপকথন।

যুধাজিৎ পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র ছাত্র, তাঁর বানানো ছবির সংখ্যা চারটি, কিন্তু তাতেই সাড়া পড়ে গেছে এদেশ ও ভিনদেশের দর্শকের একাংশের মধ্যে। যুধাজিতের তথ্যচিত্র ‘কালসুবাই’ (২০২০) শ্রেষ্ঠ ছবির সম্মান পেয়েছে ওবেরহাউসেন উৎসবে। ২০২৩ সালের ছবি ‘নেহমিচ’ জায়গা করে নেয় কান চলচ্চিত্র উৎসবের প্রসিদ্ধ লা সিনেফ বিভাগে। এছাড়াও দুনিয়ার তাবড় তাবড় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সমাদৃত হয়েছে তাঁর ছবি। আজকের পর্বে যুধাজিৎ কথা শুরু করেছেন ভিনদেশি আন্তর্জাতিক ফেস্টিভালের গুরুত্ব নিয়ে। এরপর কথাপ্রসঙ্গে এসেছে তাঁর শর্ট ফিল্ম বানানোর অভিজ্ঞতা; জানিয়েছেন দর্শকের সংখ্যা সীমিত হওয়া সত্ত্বেও স্বতস্ফূর্তভাবে ছবি করে যাওয়ার প্রেরণা তিনি কোথা থেকে পান। ফিল্মমেকিং এবং ফিল্মের তাত্ত্বিক চর্চা–এ দু’য়ের দূরত্বকে যুধাজিৎ নিজে কোন চোখে দেখেন–কথা বলেছেন তা নিয়েও। এছাড়াও রয়েছে গান, সাহিত্য, ফোটোগ্রাফি, এবং আজকের ডিজিটাল মিডিয়ার রমরমা নিয়ে একঘন্টার জমজমাট আলোচনা।

সম্পূর্ণ পডকাস্টটি শুনতে পারেন এখানে:

Leave a comment