যোগাযোগ

আমাদের সাথে যোগাযোগের জন্য ডাকবাক্সের ঠিকানা (countershotportal@gmail.com) দেওয়া থাকলো। আমাদের কাজ, লেখাপত্র এবং বিভিন্ন বিভাগ নিয়ে আপনারা অবাধে মতামত জানাতে পারেন। ভাগ করে নিতে পারেন আপনার পাঠের মধুর/তিক্ত অভিজ্ঞতা এবং পোর্টাল বিষয়ে যেকোনো গঠনমূলক পরামর্শ। শটের প্রত্যুত্তরে যেমন কাউন্টার শট আসে- অপেক্ষা করলে মেইলের প্রত্যুত্তরেও কাউন্টার মেল আসবেই। 

(কোনো বিশেষ জাতি/ধর্ম/বর্ণ/লিঙ্গ/যৌন পরিচয় সংক্রান্ত বা কোনো ব্যক্তিবিশেষকে উদ্দেশ্য করে অশালীন বা আপত্তিজনক মন্তব্যকে গ্রাহ্য করা হবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে)  

ধন্যবাদান্তে, কাউন্টার শটের সম্পাদকমন্ডলী।  

কাউন্টার শট পোর্টালে লেখা পাঠানোর জন্যঃ

ফিল্ম রিভিউ – সিনেমা নিয়ে জনপরিসরে লেখালিখির প্রসঙ্গ উঠলেই এই কথাটি শুনতে পাওয়া যায়। কিন্তু আমরা মনে করি সিনেমা নিয়ে লেখা মাত্রই তার ছবিটির গল্প বলা বা নির্দিষ্ট প্যারামিটার ধরে তার ভালো মন্দ যাচাই করবার প্রয়োজন পড়ে না। সিনেমা নিয়ে লেখা হতে পারে ক্ষুরধার সমালোচনা বা সূক্ষ্ম বিশ্লেষণ। সেইখানে একটি  ছবির প্রেক্ষাপটের সাথে সাথে জুড়ে যেতে পারে সিনেমার ইতিহাস, বর্তমান রাজনীতি এবং সামাজিক সাংস্কৃতিক চিত্র। কথা উঠতে পারে সিনেমা মাধ্যমটির সদা পরিবর্তনশীল ভিউয়ারশিপের প্রসঙ্গ নিয়েও। সাহিত্য, চিত্রকলা, মিউজিক বা চলচ্চিত্র- যেকোনো শিল্পেই content (বিষয়) ও form (আঙ্গিক) অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে। আমাদের ব্যাখ্যা, বিশ্লেষণ ও আলোচনা তাই কেবল ছবির গল্প নিয়েই নয় – গল্প বলার ঢং নিয়েও। বিষয় ও আঙ্গিক এর এই কথোপকথনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে চলচ্চিত্রের ইতিহাস – গড়ে উঠেছে সাউন্ড ও ইমেজের মেলবন্ধন। কাউন্টার শট পোর্টালটি সিনেমা নিয়ে প্রতর্কের ক্ষেত্রে এই দিকগুলোতেই অধিক মনোযোগ দিতে চেয়েছে। তাই আমরা লেখা নির্বাচনের সময় এনালিটিকাল বা বিশ্লেষণাত্মক এবং পলেমিকাল বা বিতর্কমূলক লেখাকেই অধিক গুরুত্ব সহকারে দেখবো। আর হ্যাঁ, বলা বাহুল্য – বিষয় অবশ্যই সিনেমা। 


লেখা পাঠানোর মেল-আইডিঃ
countershotportal@gmail.com

লেখা জমা দেওয়ার নিয়মবিধিঃ

১। কালপুরুষ ১২ ফন্টে বাংলা হরফে টাইপ করে ওয়ার্ড ফাইলে লেখা জমা দিতে হবে। মেইলের বডিতে লেখকের নাম এবং পরিচয়(basic bio) উল্লেখ করা প্রয়োজন। লেখা নির্বাচিত হলে লেখকের থেকে একটি ক্লোজ আপ ছবি চেয়ে নেওয়া হতে পারে।

২। লেখাটির একটি শিরোনাম থাকা আবশ্যক এবং প্রয়োজন হলে সাইটেশন অথবা ফিল্ম স্টিল/পোস্টার যোগ করা যেতে পারে।

৩। শব্দসংখ্যা নির্দিষ্ট নয়।

৪। লেখা পাঠানোর হপ্তা দুই থেকে একমাসের মধ্যে লেখাটি নির্বাচিত কিনা জানানো হবে- এ বিষয়ে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

৫। লেখা নির্বাচিত হলে সম্পাদকমন্ডলীর তরফ থেকে প্রুফ এবং সম্পাদনার পরামর্শ পাঠানো হবে- সেইমতো পুনর্বার লেখা পরিমার্জনা ও সম্পাদনার কাজ করতে হতে পারে।

৬। সম্পাদনার পর ফাইনাল ড্রাফট জমা পড়লে আমাদের পোর্টালে লেখা ছাপানো হবে এবং লেখককে পোর্টালের তরফ থেকে কিছু সাম্মানিক দেওয়া হবে।